1. admin@nayeralo.com : News :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রেমিক রণবীরের পরিবার নিয়ে মুখ খুললেন আলিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬১ বার পঠিত

বলিউডে রটেছে কিছু দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রনবীর কাপুর ও আলিয়া ভাট। দুই তারকার মধ্যে প্রেম চলছে অনেক দিন থেকেই। এবার প্রেম গড়াচ্ছে পরিণতির দিকে। মজার ব্যাপার হলো নানা সময় তারা একে অপরকে নিয়ে মন্তব্য করলেও একে অপরের পরিবার নিয়ে তেমন কোনো মন্তব্য করেন না।

এবার রনবীরের পরিবার নিয়ে মুখ খুললেন আলিয়া। রণবীরের বাবা মা-কে নিয়ে সংবাদমাধ্যমের কাছে আলিয়া জানান, রনবীরের মা নীতু কাপুরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো।

আলিয়া বলেন, ‘নীতুজি খুবই ভাল মানুষ। আমি উনাকে আমার বন্ধু ভাবি। উনি সব সময় খুব ঠান্ডা মেজাজে থাকেন। জীবন নিয়েও তিনি খুব ইতিবাচক তিনি। রণবীরও ওর মায়ের থেকে এই স্বভাব পেয়েছে।’

ঋষি কাপুকে নিয়ে আলিয়া বলেন, ‘ঋষিজি সবার থেকে আলাদা। উনি ব্যতিক্রমী। উনার সঙ্গে সময় কাটালে খুব আনন্দ পাওয়া যায়, কারণ উনি ব্যতিক্রমী।’

প্রেমিক রনবীরের প্রশংসায়ও পঞ্চমুখ আলিয়া। আলিয়া বলেন, ‘ রনবীরের মতো ভালো অভিনেতা কম দেখেছি। রণবীরের চোখের মধ্যেই সততা রয়েছে।’

বোঝায় যাচ্ছে, রনবীর আলিয়ার বিয়ের সানাই বাজতে বেশি দেরি নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত : ‘ন্যায়ের আলো’ তে প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।  
Created By Soma IT Solution