অদ্য ০৯.০৯.২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে একটি টিম অভিযোগ এর ভিত্তিতে নীলফামারী এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। ধোরধোরা পোল, ঢেলাপীর, সৈয়দপুর, নীলফামারীতে সিদ্দিক কেমিক্যাল ওয়াকর্স (ব্রান্ড- ইকু বুলেট বোস্টার) কয়েল ফ্যাক্টরিতে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠান এর উৎপাদন সাময়িক বন্ধ রাখার জন্য কারখানা সীলগালা করা হয়েছে এবং মালিক এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য উৎপাদিত প্যাকেট জব্দ করা হয়েছে। এছাড়াও আবে হায়াত ফুড প্রোডাক্টস, কচুকাটা বাজার, সদর, নীলফামারী প্রতিষ্ঠানটির সয়াবিন তৈল এর উৎপাদন সাময়িক বন্ধ রাখার জন্য কারখানা সীলগালা করা হয়েছিল কিন্তু প্রতিষ্ঠানটি সীলগালা ভেঙে পুনরায় উৎপাদন শুরু করায় ২য় নিয়মিত মামলা প্রদান এর জন্য জব্দ তালিকা পূরণ করা হয়াছে। উক্ত অভিযানে আরও অংশ গ্রহণ করেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক ( সিএম), প্রকৌঃ জুনায়েদ আহমেদ , ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।